[email protected] ঢাকা | মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর ২০২৫, ২রা পৌষ ১৪৩২
thecitybank.com

ভোটার এলাকা পরিবর্তন করলেন প্রধান উপদেষ্টা

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১২ অক্টোবার ২০২৫, ১৭:১২

ছবি: সংগ্রহীত

রাজধানীর মিরপুর এলাকা থেকে স্থানান্তরিত হয়ে গুলশান এলাকার ভোটার হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। ফেব্রুয়ারিতে তিনি আবেদন করলে নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর এটি অনুমোদন করেন।

রোববার (১২ অক্টোবর) ইসি সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এনআইডি ডাটাবেজের তথ্যানুযায়ী, এতদিন মিরপুরের গ্রামীণ ব্যাংক কমপ্লেক্সের ঠিকানায় ভোটার ছিলেন প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তবে নতুন করে ভোটার ঠিকানা পরিবর্তন করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৯ নং ওয়ার্ডের আওতাধীন ঢাকা-১৭ আসনের গুলশান ২-এর ঠিকানায় স্থানান্তরিত করা হয়েছে।

জানা যায়, গত ২ ফেব্রুয়ারি এনআইডি কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে ঠিকানা পরিবর্তনের আবেদন করেন প্রধান উপদেষ্টা। এরপর ১৭ ফেব্রুয়ারি এনআইডির মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর আবেদনটি অনুমোদন করেন। পরে ১৮ ফেব্রুয়ারি ভোটার এলাকা পরিবর্তনের প্রক্রিয়া সম্পন্ন হয়।

ডেস্ক/ই.ই


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর