[email protected] ঢাকা | মঙ্গলবার, ২৮শে অক্টোবর ২০২৫, ১৩ই কার্তিক ১৪৩২
thecitybank.com

রাতে নয়, এবারের ভোট দিনে হবে: ধর্ম উপদেষ্টা

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১ অক্টোবার ২০২৫, ১৮:৪০

ছবি: সংগ্রহীত
২০২৬ সালের ফেব্রুয়ারি মাসেই অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে জানিয়ে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘রাতে নয় এবারের ভোট হবে দিনের বেলা। সবাই ভোট দিতে পারবেন। নতুন নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে পুরোনো ঠিকানায় ফিরে যাব।’
 
সবার সহযোগিতা চেয়ে ধর্ম উপদেষ্টা বলেন, ‘সুযোগ সব সময় আসে না। একবার সুযোগ আসতে ৫৪ বছর লেগে যায়। আবার কবে আসবে জানি না। তাই সুযোগকে কাজে লাগিয়ে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যই শক্তি, শক্তিই শান্তি।’
 
বুধবার সকালে রাজধানীর বকশিবাজারে সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ২৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
 
খালিদ হোসেন বলেন, ‘মানুষের অধিকার প্রতিষ্ঠায় ছাত্রজনতার রক্তের বিনিময়ে ৫৪ বছর পর সুযোগ এসেছে। এ সুযোগ কোনোভাবেই হাতছাড়া করা যাবে না।’
 
অতি আধুনিক শিক্ষার নামে মাদ্রাসা শিক্ষা কোরআন-হাদিস থেকে সরে গিয়ে কোণঠাসা হয়ে গেছে জানিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, ‘মনে রাখতে হবে মাদ্রাসা শিক্ষা বিশেষায়িত শিক্ষা। আধুনিকতার পাশাপাশি মাদ্রাসা শিক্ষার মূল ভিত্তি থাকতে হবে কোরআন এবং হাদিস, ফেকাহ।’
 
খালিদ হোসেন বলেন, ‘দেশে আধুনিক শিক্ষার পাশাপাশি মাদ্রাসার ঐতিহ্য ধরে রাখতে হবে। আলিয়া পদ্ধতির মাদ্রাসার অবদান স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো। অনেক যোগ্য ব্যক্তি এখানে তৈরি হয়েছেন। আরবি, ইংরেজি জানলে বিভিন্ন দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে মাদ্রাসার শিক্ষার্থীরাও বৃত্তি পাবেন।’
 
রাষ্ট্র ও সমাজ গঠনে আলিয়া মাদ্রাসার ভূমিকার কথা তুলে ধরে ধর্ম উপদেষ্টা বলেন, এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করি। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র রাজনীতির নামে দুর্বৃত্তপনা বন্ধ করতে হবে।
 
ঐক্যের ওপর জোর দিয়ে উপদেষ্টা বলেন, ‘আমাদের আল্লাহ এক, কোরআন এক, কেবলা এক। এই মিল আমাদের এক প্ল্যাটফর্মে নিয়ে আসবে।’
 
অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার বলেন, সাংবাদিকতা, শিক্ষা ও দেশ পরিচালনায় ঢাকা আলিয়া মাদ্রাসা অবদান রেখেছে। পূর্বে মাদ্রাসায় জঙ্গি নাটক সাজানো হয়েছে এবং শাপলা চত্বরে গণহত্যা চালানো হয়েছে।
 
মাদ্রাসা শিক্ষার্থীদের ধর্ম শিক্ষার পাশাপাশি বিজ্ঞান শেখায় আরও মনযোগী হওয়ার আহ্বান জানান তিনি।
 
ডেস্ক/ই.ই

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর