যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এক বৈঠকে ভারতের তীব্র সমালোচনা করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, গত বছরের গণঅভ্যুত্থানকে ভারত ভালোভাবে নেয়নি, সেই কারণেই ঢাকা-নয়াদিল্লির সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সময় যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে ভারত নিয়ে খোলামেলা বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এক মাস আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সার্জিও গোরকে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেন।
বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, ছাত্ররা গত বছর যা করেছে, তা ভারত পছন্দ করেনি। এ কারণেই ভারতের সঙ্গে আমাদের সমস্যা তৈরি হয়েছে। ভারতীয় গণমাধ্যম থেকে অনেক ভুয়া খবর এসেছে। তারা প্রোপাগান্ডা চালিয়েছে যে, গত বছরের গণঅভ্যুত্থান নাকি ইসলামি আন্দোলন।
ড. ইউনূস আরও অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণেও ভারত-বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েন বেড়েছে। তার ভাষায়, ‘ভারত হাসিনাকে আশ্রয় দিয়েছে, যিনি সমস্যার সৃষ্টি করছেন। এগুলো দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি করেছে।’
এছাড়া বৈঠকে আঞ্চলিক সহযোগিতা জোট সার্ককে পুনর্জীবিত করার ওপর গুরুত্বারোপ করেন প্রধান উপদেষ্টা। তবে তার দাবি, ভারতের অবস্থানের কারণেই এ জোট কার্যত নিষ্ক্রিয় হয়ে আছে। তিনি বলেন, সার্ক কাজ করছে না কারণ একটি দেশের রাজনীতির সঙ্গে এটি ফিট হচ্ছে না।
সর্বশেষ ২০১৪ সালে সার্ক সম্মেলন অনুষ্ঠিত হয়। ২০১৬ সালে পাকিস্তানে নির্ধারিত সম্মেলনটি উরির সন্ত্রাসী হামলার পর ভারত অংশগ্রহণে অস্বীকৃতি জানালে কার্যত জোটটি অচল হয়ে পড়ে।
ভারত যদিও এখনও সার্কের সদস্য, তবে তারা পাকিস্তানকে বাদ দিয়ে গড়ে ওঠা বিমসটেক-কে বেশি গুরুত্ব দিচ্ছে। এমনকি বাংলাদেশকে বিভিন্ন বিষয়ে জানানো হয় বিমসটেকের মাধ্যমে। সর্বশেষ বিমসটেক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকও করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
ড. ইউনূস জানান, সার্কের পাশাপাশি এশিয়ার আরেক জোট আসিয়ানে যোগ দেওয়ার আগ্রহও বাংলাদেশ দেখাচ্ছে।
সূত্র: এনডিটিভি/ডেস্ক/ই.ই
মন্তব্য করুন: