[email protected] ঢাকা | মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর ২০২৫, ১লা পৌষ ১৪৩২
thecitybank.com

রহনপুর-আড্ডা সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা, চেকপোস্ট ও পুলিশ বক্স বসানোর দাবী স্থানীয়দের

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
১৮ সেপ্টেম্বার ২০২৫, ১৩:১৯

রহনপুর-আড্ডা সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা। ইনসেটে গোমস্তাপুর থানার ছবি। কোলাজ: চাঁপাই জার্নাল

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর-আড্ডা সড়কের নজরপুর এলাকায় রাস্তায় গাছ ফেলে ডাকাতি করার চেষ্টার একটি ভিডিও ভাইরাল হয়েছে। এনিয়ে  রহনপুর-আড্ডা সড়কে ডাকাতি বন্ধ পুলিশ বক্স ও চেকপোস্ট বসানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। ছড়িয়ে পড়া ভিডিওটির বিষয়ে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন মো: ওয়াদুদ আলম। তবে সংশ্লিষ্ট থানায় কোন অভিযোগ না থাকার কারনে ভিডিওটি থাকা ব্যাক্তিদের বিষয়ে কোন তথ্য দিতে পারিনি পুলিশ।

ছড়িয়ে পড়া ভিডিওটি থেকে জানা যায়, বেশ কয়েকজন প্রাইভেট কার নিয়ে রহনপুর-নজরপুর সড়কে যাচ্ছিলেন। পথে গাড়ির চালক দেখতে পান রাস্তায় গাছ ফেলা আছে এবং রাস্তার পাশ থেকে কয়েকজন ব্যাক্তি দেশী নিয়ে দাঁড়িয়ে আছে। এই সময় চালক গাড়িটি রির্ভাস করেন এবং পেছনের দিকে উল্টা পথে চলতে থাকে। এভাবেই ১ মিনিট ৪০ সেকেন্ডের ভিডিও শেষ হয়।

স্থানীয়দের মাধ্যমে জানা যায়, রহনপুর-আড্ডা সড়কে প্রায় ডাকাতির ঘটনা ঘটে। রাত ১০ টার পর থেকে ভোররাত পর্যন্ত সড়কটিতে আতংক বিরাজ করে। মাঝে মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা বাহিনী কিছুটা তৎপর হয়।

শাহিন আলম নামে জানান, রহনপুর-আড্ডা সড়কে প্রায় ডাকাতির ঘটনা ঘটে। গত রোজাতে একটি বিয়ের গাড়িতে ডাকাতি চালানো হয়েছিল। সেসময় উক্ত বিয়ের বরযাত্রীর গাড়ি থেকে স্বর্ণালংকার লুটপাট করা হয়েছিল। পুলিশ নামমাত্র টহল দেয়। তাই এই সড়কে একটি পুলিশ বক্স ও চেকপোস্ট স্থাপন করলে ডাকাতির পরিমান অনেক কমে যাবে।

সিফাত রানা নামে আরেকজন বলেন, রাত ১১ টা বেজে গেলে রহনপুর-আড্ডা সড়ক দিয়ে চলাচল করা যায় না। আর গোমস্তাপুর থানার মাত্র একটি টহল গাড়ি আছে। ফলে যে রাস্তায় টহল দেয় তার বিপরীতে ডাকাতি চালানো হয়। তাই রহনপুর-আড্ডা সড়কের কয়েকটি পয়েন্টে চেকপোস্ট বা পুলিশ বক্স স্থাপন করলে ডাকাতির পরিমান কমে আসবে। এজন্য এই সড়কে দ্রুত চেকপোস্ট বা পুলিশ বক্স স্থাপনের দাবি জানাচ্ছি।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ওয়াদুদ আলম বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি গত ১৬ সেপ্টেম্বর দিবাগত রাতের। উক্ত ঘটনার পর কেউ থানায় অভিযোগ করেনি। এছাড়া রহনপুর-আড্ডা সড়কে পুলিশের টিম রাত দুইটা পর্যন্ত ডিউটি করতো। ঘটনাটি জানাজানির পর উক্ত সড়কে পুলিশের ডিউটির সময় বাড়ানো হয়েছে এবং বর্তমানে ভোররাত ৫টা পর্যন্ত উক্ত সড়কে পুলিশ ডিউটিতে থাকছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম ওয়াসিম ফিরোজ জানান, রহনপুর-আড্ডা সড়কে পুলিশের টহল কার্যক্রম বাড়ানো হয়েছে। এছাড়া সিভিলেও পুলিশ মোতায়েন করা হয়েছে। জনগণের ভয়ের কোন কারণ নেই। এছাড়া পুলিশ বক্স স্থাপনের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর