[email protected] ঢাকা | সোমবার, ১৮ই আগস্ট ২০২৫, ৩রা ভাদ্র ১৪৩২
thecitybank.com

ভোলাহাটে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

উপজেলা সংবাদদাতা:

প্রকাশিত:
১৮ আগষ্ট ২০২৫, ১৯:১৩

মাছের পোনা অবমুক্ত করছেন অতিথিবৃন্দ। ছবি: চাঁপাই জার্নাল

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ পালিত হয়েছে।

সোমবার (১৮ আগষ্ট) বেলা ৩টার দিকে উপজেলা মডেল মসজিদ গ্রাউন্ডে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে "অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি" এই শ্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় ভোলাহাটেও এই কর্মসূচী পালিত হয়।

এতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভার মাধ্যমে শ্রেষ্ঠ মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সুলতান আলী, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ নাসিম উদ্দিন, রাকাব ভোলাহাট শাখা ব্যবস্থাপকসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ এবং মৎস্যচাষীরা।

এসময় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান উপস্থিত সকলের উদ্দেশ্যে মাছ চাষের উপর গুরুত্ব আরোপ করে বলেন, মাছ চাষে অধিক লাভ এবং দেহের আমিষের ঘাটতি পূরণে যথেষ্ট ভূমিকা রাখবে।

এছাড়া আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা (অঃ দাঃ) সঞ্জয় কুমার সরকার। স্বাগত বক্তব্যে তিনি বলেন, নিরাপদ মাছ চাষ করলে আগামি প্রজন্ম অপুষ্টিতে ভুগবেনা। উপস্থিত সবাইকে নিরাপদ মাছ চাষের জন্য পরামর্শ দেন তিনি।

১৮ আগষ্ট থেকে ২৪ আগষ্ট পর্যন্ত মৎস্য সপ্তাহ চলবে বলে জানান কর্তৃপক্ষ। আলোচনা সভার পূর্ব মূহূর্তে এক বর্ণাঢ্য র‍্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি পরবর্তী উপজেলা আনন্দ পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

রুবেল আহমেদ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর