[email protected] ঢাকা | বুধবার, ১৭ই ডিসেম্বর ২০২৫, ৩রা পৌষ ১৪৩২
thecitybank.com

মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

উপজেলা সংবাদদাতা:

প্রকাশিত:
১৬ ডিসেম্বার ২০২৫, ২০:৪৬

ছবি: সংগ্রহীত
বাংলাদেশ সংযুক্ত কৃষক ও ক্ষেত মজুর সমিতি, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দেশের জন্য যারা শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
 
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে বারঘরিয়া দৃষ্টি নন্দন মাঠে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মজলিসে সূরার সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক এমপি লতিফুর রহমান।
 
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: হুমায়ন কবির, বিশিষ্ঠ ব্যাবসায়ী ও সমাজসেবক মো: সাদরুল ইসলাম সানি, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা গণঅধিকার পরিষদের সাধারন সম্পাদক আব্দুর রাকিব, বাংলাদেশ সংযুক্ত কৃষক ও ক্ষেত মজুর সমিতির উপদেষ্টা ও বারঘরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য রঞ্জু খাঁন, চাঁপাইনবাবগঞ্জ জেলা জজ কোর্টের আইনজীবী আব্দুল্লাহ আহমেদ নাজিব, বাংলাদেশ কমিনিউস্ট পার্টির সভাপতি মো: ইসরাইলসহ প্রমুখ।
 
আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন বারঘরিয়া বাজার জামে মসজিদের ইমাম শাহ নিয়ামতুল্লাহ।
 
এছাড়া বাংলাদেশ সংযুক্ত কৃষক ও ক্ষেত মজুর সমিতির জেলা শাখার সহ সাধারন সম্পাদক মো: জালাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো: আবু বাক্কার
 
ই.ই

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর