[email protected] ঢাকা | মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর ২০২৫, ১লা পৌষ ১৪৩২
thecitybank.com

তবুও থামছে না মাটি খেকো সজলের দৌরাত্ম্য

চাঁপাইনবাবগঞ্জে ফসলি জমির টপসয়েল কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
৮ ডিসেম্বার ২০২৫, ২১:৫০

হোসেন ডাং এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করছেন  সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকরামুল হক নাহিদ। ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার হোসেন ডাং এলাকায় ফসলিজমির উপরিভাগের মাটি কাটায় সজল (৩৪) নামে এক ব্যাক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (০৮ অক্টোবর) বেলা ১২ টার দিকে এ অভিযানে নেতৃত্ব দেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকরামুল হক নাহিদ এবং আজ রাতে তিনিই বিষয়টি নিশ্চিত করেছেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সজল ফসলি জমির উপরিভাগের মাটি কাটছিলেন, যার ফলে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার প্রাকৃতিক বনজ সম্পদ এবং বন্যপ্রাণী ও পাখিদের অভয়ারণ্য হুমকির মুখে পড়ার আশঙ্কা তৈরি করছিল। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে প্রশাসন তৎপরতা চালায় এবং অভিযান পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করে।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকরামুল হক নাহিদ বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৭(ক) ও ১৫(১) ধারায় সজলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কৃষিজমি, বনজ সম্পদ ও নদী রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এই সময় আরোও উপস্থিত ছিলেন, ঝিলিম ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা মাসুদ রানা। এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর