চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে চলতি বছরের জানুয়ারিতে তৈরি হওয়া উত্তেজনার সময় কাস্তে হাতে প্রতিরোধ গড়ে তুলে ভাইরাল হয়েছিলেন স্থানীয় কৃষক বাবুল আলী। জিরোলাইনের কাছেই তার সেই সাহসী অবস্থান দেশজুড়ে আলোচনার জন্ম দেয়।
বুধবার (০৩ ডিসেম্বর) দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৯ মহানন্দা রহনপুর ব্যাটালিয়নের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে সেই সাহসী কৃষক বাবুলকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা পেয়ে তিনি বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জানুয়ারিতে সীমান্ত আইন অমান্য করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ চৌকা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য মাটি খনন শুরু করলে বিজিবির বাধায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সে সময় বাংকারে অবস্থান নেয়া বিজিবি সদস্যদের পেছনে কাস্তে হাতে দাঁড়িয়ে পড়েন কৃষক বাবুল। মুহূর্তেই তার সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় এবং জাতীয়-আন্তর্জাতিক গণমাধ্যমেও প্রকাশিত হয়।
বাবুল বলেন, ‘বিএসএফ মাটি খনন করছিল, বিজিবি বাধা দেয়ায় দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়। আমরা গ্রামের মানুষ বিজিবির পাশে দাঁড়িয়েছিলাম। দেশের মাটি কাউকে দখল করতে দেব না। প্রয়োজনে দেশ বাঁচাতে গিয়ে প্রাণ দিতেও দ্বিধা করবো না।’
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. শাহাদাৎ হোসেন মাসুদ, চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান, ৫৯ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক আব্দুল্লাহ আল আসিফ, অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ প্রমুখ।
ডেস্ক/ই.ই
মন্তব্য করুন: