[email protected] ঢাকা | বুধবার, ২২শে অক্টোবর ২০২৫, ৭ই কার্তিক ১৪৩২
thecitybank.com

সীমান্তবর্তী এলাকায় মৎস্য আহরণকে কেন্দ্র করে/

গোমস্তাপুরে জেলেদের দুই পক্ষের সংঘর্ষ, আহত-৩

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
১৯ অক্টোবার ২০২৫, ২০:১০

গোমস্তাপুর থান। ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জের গোস্তাপুর উপজেলায় জেলেদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে তিনজন আহত হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) গোমস্তাপুর উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া পূর্ণভবা নদীর সীমান্তবর্তী শূণ্যরেখায় মাছ আহোরণকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আহতরা হলেন, গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের কুতুব উদ্দিনের ছেলে আইনুল (৪৮), নামিজুলের ছেলে দেলাওয়ার (২৬) ও আমিনুলের ছেলে খাইরুল (২৬)।

জানা যায়, গোমস্তাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকার ১৬ বিজিবির বিবিষণ ক্যাম্পের আওতাধীন জিরো পয়েন্ট এলাকার খাস জায়গায় মাছ আহোরণ করতো জেলেরা। কিন্ত কিছুদিন আগে জেলেদের মধ্যে দুইভাগে বিভক্ত হয়ে যায়। এক গ্রুপের নেতৃত্ব দেন রফিক ও অপর গ্রুপের নেতৃত্ব দেন আনারুল। এ নিয়ে বেশ কিছুদিন যাবত জেলেদের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল। পরে আজকে মাছ মারাকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে এবং এতে তিনজন আহত। পরে আহতদেরকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয় ও সেখানেই চিকিৎসা সেবা গ্রহণ করেন। এছাড়া উভয় পক্ষের জেলেদের জাল ও নৌকার ক্ষয়ক্ষতি হয়েছে।


গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আব্দুল আলিম জানান, গুরুত্বর আহত অবস্থায় তিনজন হাসপাতালের ইমারজেন্সিতে চিকিৎসা গ্রহণ করেছেন। এদের মধ্যে খাইরুল ও দেলোয়ারকে প্রাথমিক চিকিৎসাসেবা দিয়ে ছেড়া দেওয়া হয়েছে এবং আইনুলের হাতের আঙ্গুল ভেঙ্গে যাওয়ায় তাকে রাজশাহীতে রেফার্ড করা হয়েছে।


রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান জানান, সীমান্তবর্তী জিরো পয়েন্ট এলাকায় মাছ আহোরণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। আমরা উভয় পক্ষকেই শান্ত করার চেষ্টা করেছি এবং তাদেরকে শক্তভাবে জানিয়েছি এটা সীমান্তবর্তী এলাকা। তাই উভয় পক্ষের সম্বনয়ের ভিত্তিতে মাছ আহোরণ করতে হবে কিন্ত কেউ যদি ঝামেলা করে তাহলে কাউকেই মাছ আহোরণ করতে দেওয়া হবে না।


গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ বলেন, গোমস্তাপুর উপজেলার সীমান্তবর্তী শূণ্য রেখায় মাছ আহোরণকে কেন্দ্র করে জেলেদের দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়েছিল। আমরা গিয়ে পরিস্থিতি শান্ত করেছি এবং বর্তমানে মাছ আহোরণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর