আইন উপদেষ্টা আসিফ নজরুলকে নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে আইজিপির বক্তব্যের একটি ফটোকার্ড শেয়ার করে পোস্টটি করেন তিনি।
'গ্রেপ্তারকৃত বড় বড় অপরাধীরা দুই-তিন দিনের মধ্যে জামিনে বের হয়ে যায় কীভাবে তা বোধগম্য নয়' পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের বক্তব্য (লেখা) সংবলিত ফটোকার্ড শেয়ার করে পোস্টে হাসনাত আব্দুল্লাহ লেখেন, আজ যদি আসিফ নজরুল স্যার আইন উপদেষ্টা থাকতেন তাহলে এসব দেখা লাগতো না।
পোস্টের কমেন্টে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম লেখেন, এক্ষেত্রে আসিফ নজরুল স্যারের দায় আছে এটা যেমন সত্যি তেমনি স্বয়ং কোন ফেরেশতা এসে দায়িত্ব নিলেও এটা হওয়া থামাতে পারবেনা।
কারণ প্রত্যেকটা জেলায় অধিকাংশ ক্ষেত্রে বিএনপি'র নেতাকর্মীরা এবং কিছু ক্ষেত্রে অন্যান্য দলের নেতাকর্মীরা টাকা কিংবা বিভিন্ন কিছুর বিনিময়ে তাদেরকে ছাড়ানোর ব্যবস্থা করছে। আইনজীবী থেকে শুরু করে বিচারকদের উপরে চাপ তৈরি করা হয় রাজনৈতিকভাবে। কিভাবে চাকরি করে সেটা দেখে নেওয়ারও হুমকি দেওয়া হয়।
যতদিন না বিচার বিভাগের উপরে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা হবে কিংবা বিচার বিভাগের বিভিন্ন জায়গায় পলিটিক্যাল নেতাদের মাইম্যান বসানো সংস্কৃতি বন্ধ না হবে ততদিন যেই উপদেষ্টা কিংবা মন্ত্রী হোক, এই কলুষিত কালচার থেকে বের হওয়া কঠিন।
ডেস্ক/ই.ই
মন্তব্য করুন: