[email protected] ঢাকা | মঙ্গলবার, ২৮শে অক্টোবর ২০২৫, ১৩ই কার্তিক ১৪৩২
thecitybank.com

প্রতারণা এড়াতে ‘রেল সেবা’ অ্যাপ থেকে টিকিট কেনার পরামর্শ রেলওয়ের

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২৯ সেপ্টেম্বার ২০২৫, ১৮:৪৬

ছবি: সংগ্রহীত
ট্রেনে যাত্রী হয়রানি ও প্রতারণা এড়াতে যাত্রীদের নির্ধারিত মোবাইল অ্যাপ ‘রেল সেবা’ ব্যবহার করে টিকিট কেনার পরামর্শ দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে রেলপথ মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই পরামর্শ দেয়া হয়েছে।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি কিছু অসাধু ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে টিকিট সংগ্রহ করে দেয়ার নামে যাত্রীদের সঙ্গে প্রতারণা করছে। তারা বিকাশ, নগদ বা অন্যান্য মোবাইল ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে টাকা নিয়ে পরবর্তীতে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় এবং ব্যবহৃত সিম বন্ধ করে ফেলে।
 
এতে আরও বলা হয়েছে, প্রকৃতপক্ষে এক রেজিস্টার্ড আইডি থেকে এক যাত্রায় সর্বোচ্চ চারটি টিকিট কেনা যায় এবং প্রতিটি টিকিটে সহযাত্রীর নাম দেয়া বাধ্যতামূলক। বর্তমানে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে এবং ‘রেল সেবা’ অ্যাপ ছাড়া অন্য কোথাও টিকিট বিক্রি করা হয় না।
 
রেলওয়ের নিয়ম অনুযায়ী, যে আইডি দিয়ে টিকিট কেনা হবে, সেই ব্যক্তিকে তার ফটোযুক্ত জাতীয় পরিচয়পত্র ও নিবন্ধিত মোবাইল ফোন নম্বরসহ ভ্রমণ করতে হবে। অন্যের আইডি ব্যবহার করে ভ্রমণ আইনত দণ্ডনীয় অপরাধ।
 
প্রতারক চক্রের ফাঁদে পড়লে যাত্রীদের আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার পাশাপাশি রেলওয়ের হটলাইন ১৩১ নম্বরে অভিযোগ জানানোর আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযোগকারীর পরিচয় গোপন রাখা হবে।
 
ডেস্ক/ই.ই

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর