[email protected] ঢাকা | বুধবার, ২২শে অক্টোবর ২০২৫, ৭ই কার্তিক ১৪৩২
thecitybank.com

দুর্গাপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির সর্তকতা, মন্দিরে টহল জোরদার

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
২৮ সেপ্টেম্বার ২০২৫, ১৫:৪৫

পূজা মন্ডবে টহলরত অবস্থায় বিজিবির সদস্যরা। ছবি: চাঁপাই জার্নাল

সনাতন হিন্দু ধর্মাবলম্মীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকায় বাড়তি সতর্কতামুলক ব্যবস্থা নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তে বিজিবির বাড়তি সদস্য মোতায়েনসহ পূজামন্ডপে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে টহল জোরদার করা হয়েছে।

বিজিবির সূত্র থেকে জানা যায়, সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ টহল পরিচালনা করছেন ৫৩ বিজিবি চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ও ৫৯ বিজিবি মহানন্দা ব্যাটালিয়ন। সীমান্ত এলাকায় চলাচলরতদের ওপর সার্বক্ষণিক নজরদাড়ি করা হচ্ছে। সেই সাথে সীমান্ত এলাকায় নির্বিঘ্নে পূজা উদযাপনে পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তায় ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তারা টহলের পাশাপাশি মন্দিরগুলো পরিদর্শন করছেন। উৎসব চলাকালে আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কাজ করছেন তারা। এছাড়া চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকার ৫৩ বিজিবির আওতাধীন ১৯টি ও ৫৯ বিজিবির আওতাধীন ১২ পূজা মন্ডবে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

বাংলাদেশ পূজা উদযাপন কমিটির চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক শ্রী ধনঞ্জয় চ্যাটার্জী বলেন, সীমান্ত এলাকাসহ চাঁপাইনবাবগঞ্জ জেলার পূজা মন্ডব গুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। সীমান্ত এলাকায় বিজিবির পর্যাপ্ত টহল কার্যক্রম দেখা যাচ্ছে এবং জেলার অনান্য পূজা মন্ডব গুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি সন্তেষ্টুজনক। আশা করছি সূন্দর ও আনন্দঘন মুহুর্তে পূজা উদযাপন করতে পারবো।

৫৩ বিজিবির চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ও ৫৯ বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান ও লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, বিজিবি সবসময় জাতীয় শান্তি, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় অঙ্গীকারবদ্ধ। দেশের জনগণ যাতে নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে পারে সেই লক্ষ্যে বিজিবি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য সংস্থার সঙ্গে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছে বলেও জানান তারা।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর