প্রকাশিত:
২৭ সেপ্টেম্বার ২০২৫, ১৭:১৬
টানা দ্বিতীয় দিনের মতো বন্ধ আছে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে যাওয়া দূরপাল্লা রুটের বাস চলাচল। তবে একতা ট্রান্সপোর্ট এর বাস চলাচল স্বাভাবিক রয়েছে। গত বৃহস্পতিবার হঠাৎ করেই বাস মালিকরা দূর পাল্লা রুটের বাস চলাচল বন্ধ করে দেয়। এতে পূজার ছুটিতে চরম দুর্ভোগের মধ্যে পড়েছে সাধারন যাত্রীরা।
সরজমিনে গিয়ে দেখা যায়, চাঁপাইনবাবগঞ্জ শহরের ঢাকা বাস স্টান্ড এলাকায় গিয়ে কাউন্টারের এসে ঘুরে যাচ্ছেন অনেক যাত্রী। এতে তারা মালিক চালকদের উপর ক্ষোভ প্রকাশ করেছেন এবং এ বিষয়ে সরকারের হস্তক্ষেপ কামনা করছেন তারা।
ফয়সাল নামে এক যাত্রী জানান, শুনেছিলাম আজ থেকে বাস ছাড়বে, তাই কাউন্টারে এসেছিলাম। কিন্তু কিছুই হলো না। এখন জরুরি কাজে ঢাকায় যেতে বিকল্প ব্যবস্থা খুঁজতে হবে। কয়েকজন মিলে হয়তো গাড়ি ভাড়া করতে হবে।
ইমরান হোসেন নামে আরেক যাত্রী বলেন, আমার ঢাকায় জরুরি কাজ আছে। কিন্তু বাস চলছে না, আর কোনো বিকল্পও নেই। পরিবহন মালিকরা যাত্রীদের কষ্ট একটুও বুঝছে না।
চাঁপাইনবাবগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান বলেন, বাস চলাচল স্বাভাবিক করতে মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে মোটর শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে। তবে মালিকরা কোন সাড়া দিচ্ছেন না। এতে অনিশ্চিয়তার পড়েছে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী-নাটোর হয়ে ঢাকা চট্টগ্রাম রুটের বাস চলাচল।
উত্তরবঙ্গ বাস মালিক সমিতির মহাসচিব হেলাল জানান, রাতে মিটিং হওয়ার কথা আছে। শ্রমিকদের অল্প কিছু দাবি আছে, এটা বসলে (মিটিং করলে) ঠিক হয়ে যাবে।
উল্লেখ্য এর আগেও বেতন বৃদ্ধির দাবিতে কর্মবিরতি শুরু করে ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজার রুটের চালক, চালকের সহকারী ও সুপারভাইজাররা। দুদিন বাস বন্ধের পর চালক ও অন্য কর্মীদের দাবি মেনে নেন মালিক পক্ষ। তবে রৃহস্পতিবার রাতে মালিকদের পক্ষ থেকে বলা হয়, চালকদের যে শর্ত দেয়া হয়েছিল সেগুলো তারা মানেন নি। এ অবস্থায় তাদের দাবি মেনে নেয়া সম্ভব নয়। এরপর বাস চলাচল বন্ধ করে দেয় তারা এবং এর ফলে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ আছে।
এমএএ/আআ
মন্তব্য করুন: