[email protected] ঢাকা | বুধবার, ২৯শে অক্টোবর ২০২৫, ১৩ই কার্তিক ১৪৩২
thecitybank.com

জেলা স্কাউটস এর সম্পাদক ও নাগরিক কমিটির সদস্য গোলাম রশিদের স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২৫ সেপ্টেম্বার ২০২৫, ১৮:১৭

ছবি: সংগ্রহীত
চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটসের প্রয়াত জেলা সম্পাদক ও নাগরিক কমিটির সদস্য গোলাম রশিদ স্মরণে এক স্মরণসভা  ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে জেলা স্কাউট মিলনায়তনে এ সভার আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ নাগরিক কমিটি।
 
চাঁপাইনবাবগঞ্জ নাগরিক কমিটির আহবায়ক সৈয়দ হোসেন আহমদ বাদশার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মাওলানা আব্দুল মতিন, নিরাপদ সড়ক আন্দোলন নিসচার সভাপতি শফিকুল আলম ভোতা, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সাইদুর রহমান, শামসুল হক গানু, ডাঃ ওমর ফারুক,  সাংবাদিক আনোয়ার হোসেন দিলু, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, এডভোকেট আবু বাক্কার, আশরাফুল আম্বিয়া সাগর,সাংবাদিক মেহেদি হাসান, গোলাম রশিদের বোন পারভিন কবীর,
স্বাগত বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ নাগরিক কমিটির সদস্য সচিব মোঃ মনিরুজ্জামান মনির। 
 
বক্তারা বলেন, গোলাম রশিদ একজন একনিষ্ঠ, দক্ষ স্কাউট লিডার ও মাজসেবীও ছিলেন । দীর্ঘদিন সফলতার সঙ্গে স্কাউটিং করেছেন।বিপদে-আপদেও মানুষের পাশে দাঁড়িয়েছেন। ১৯৮৪-৮৫ সালে মুক্ত মহা দলে বয়স্কাউট হিসেবে যোগ দেওয়ার পর সক্রিয় স্কাউটিং থেকে তিনি কখনই বিচ্ছিন্ন হননি।
 
  চাঁপাইনবাবগঞ্জ জেলাকে শতভাগ স্কাউটিং জেলা হিসেবে স্বীকৃতির অবদানে ভূষিত করার জন্য তার অবদান সর্বোচ্চ ছিল। সরাসরি সরকারি কোন অনুদান ছাড়াই স্থানীয় মানুষ ও জেলা প্রশাসনের সহযোগিতায় যে সাততলা ফাউন্ডেশনের দোতলা স্কাউট ভবন নির্মিত হয়েছে,তাঁর সিংহভাগ কৃতিত্ব গোলাম রশিদের। এমন নিবেদিতপ্রাণ স্কাউটারের শুন্যতা সহজে পূরণ হওয়ার নয়।
 
 রাব্বি হোসেন/ই.ই

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর