[email protected] ঢাকা | বুধবার, ২২শে অক্টোবর ২০২৫, ৭ই কার্তিক ১৪৩২
thecitybank.com

ধর্ম মন্ত্রাণলয়ের যুগ্ন সচিব হলেন চাঁপাইনবাবগঞ্জের ডিসি আব্দুস সামাদ

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
১৫ সেপ্টেম্বার ২০২৫, ১৯:৪৪

চাঁপাইনবাবগঞ্জের ডিসি আব্দুস সামাদ। ছবি: সংগ্রহীত

যুগ্ন সচিব পদে পদন্নোতি পাওয়ায় চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: আব্দুস সামাদকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদে পদায়ন করেছে সরকার। সোমবার (১৫ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এছাড়া একই প্রজ্ঞাপনে মাদারিপুরের জেলা প্রশাসক ইয়াসমিন আক্তারকে নিজ দায়িত্ব থেকে প্রত্যাহার করে স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্ম সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

প্রসঙ্গত, আব্দুস সামাদ গত বছরের ১২ সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। যোগদানের পর পরই তিনি ঘোষণা দেন সিরাতুল মোস্তাকিমের পথে চলতে চাই।

উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ জেলার নতুন এই জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুস সামাদ এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংস্কার ও গবেষণা অনুবিভাগে কর্মরত ছিলেন। তিনি ২৪তম বিসিএস ব্যাচের একজন সদস্য।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর