[email protected] ঢাকা | বুধবার, ২২শে অক্টোবর ২০২৫, ৭ই কার্তিক ১৪৩২
thecitybank.com

আবারোও বাড়ছে চাঁপাইনবাবগঞ্জের তিন নদীর পানি

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
১৪ সেপ্টেম্বার ২০২৫, ১৬:১৮

ছবি: চাঁপাই জার্নাল

চাঁপাইনবাবগঞ্জ জেলার উপর দিয়ে প্রবাহিত পদ্মাসহ মহানন্দা ও পুনর্ভবা নদীতে আবারো পানি বাড়তে শুরু করেছে।

চলতি মৌসুমে দ্বিতীয় দফায় টানা কয়েকদিন ভারত থেকে আসা পানির প্রবাহে পদ্মার পানি উদ্বেগজনক হারে বাড়ার পর কয়েকদিন আগে কিছুটা কমলেও আবারো আজকে রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকে পানি বাড়তে শুরু করেছে।

পানি উন্নয়ন বোর্ডের প্রতিদিনের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় পদ্মায় পানি বেড়েছে ১০ সেন্টিমিটার, মহানন্দায় ৯ সেন্টিমিটার এবং পুনর্ভবা নদীতে ৭ সেন্টিমিটার।

প্রতিবেদনে বলা হয়, পদ্মা নদীর পাঁকা পয়েন্টে শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টা পর্যন্ত পানির সমতল ছিল ২০ দশমিক ৮৪ মিটার। রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তা ১০ সেন্টিমিটার বেড়ে দাঁড়িয়েছে ২০ দশমিক ৯৪ মিটার।

অন্যদিকে, মহানন্দা নদীর খালঘাট পয়েন্টে শনিবার সকাল ৯টা পর্যন্ত পানির সমতল ছিল ১৮ দশমিক ৮৮ মিটার। রোববার সকাল ৯টা পর্যন্ত ৯ সেন্টিমিটার কমে তা দাঁড়িয়েছে ১৮ দশমিক ৯৭ মিটার। এছাড়া পুনর্ভবা নদীর রহনপুর পয়েন্টে শনিবার সকাল ৯টা পর্যন্ত পানির সমতল ছিল ১৮ দশমিক ৮৮ মিটার, যা রোববার সকাল ৯টা পর্যন্ত ৭ সেন্টিমিটার বেড়ে হয়েছে ১৮ দশমিক ৯৫ মিটার।

পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. রকিবুল ইসলাম জানান, টানা কয়েকদিন ধরে পদ্মায় পানি কমছিল কিন্ত হঠাৎ করেই আবার পানি বাড়তে শুরু করেছে। ভারতের পানিপ্রবাহ বাড়ার কারণে চাঁপাইনবাবগঞ্জের তিন নদীতে পানি বাড়ছে। আগামী কয়েকদিন পর আবারোও পানি কমতে শুরু করবে বলে আশা করছি।

উল্লেখ্য, গত মাসের প্রথম সপ্তাহে পানির উচ্চতা বাড়ার কারণে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার পদ্মা তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়। এতে ১৩ হাজারের বেশি পরিবার পানিবন্দি হয়ে পড়ে এবং প্রায় ২ হাজার হেক্টর ফসলি জমি পানির নিচে তলিয়ে যায়। বন্ধ হয়ে যায় অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠান।

এমএএ/আআ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর