[email protected] ঢাকা | সোমবার, ১৮ই আগস্ট ২০২৫, ৩রা ভাদ্র ১৪৩২
thecitybank.com

শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু

chapaijournaldesk

প্রকাশিত:
১৮ আগষ্ট ২০২৫, ১৯:২১

ছবি: সংগ্রহীত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু হয়েছে। সোমবার (১৮আগস্ট) বিকেলে উপজেলার পৌর এলাকার বড়চক দৌলতপুর মহল্লায় এ ঘটনা ঘটে।
 
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ওসি তদন্ত এসএম শাকিল হাসান। নিহত মা ও ছেলে ওই মহল্লার মোরসালিনের স্ত্রী মুরশিদা খাতুন (৩২) ও তার ছেলে মুজাহিদ হোসেন (৮)।  
 
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে শিবগঞ্জ পৌর এলাকার বড়চক দৌলতপুর মহল্লার মোরসালিনের নিজ বাড়ির উঠানে কাপড় শুকাতে দেয়ার সময় বৈদ্যুতিক তারের সঙ্গে শর্ট সার্কিট হয়ে সেখানেই মা-ছেলে অচেতন হয়ে মাটিতে পড়ে যায়। পরে তাদের স্বজন ও স্থানীয়রা শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
 
শিবগঞ্জ থানার ওসি তদন্ত এসএম শাকিল হাসান জানান, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
 
ডেস্ক/ই.ই

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর