রাজধানীর খুচরা বাজারে সবজির দাম এখন সাধারণ মানুষের নাগালের বাইরে। একমাত্র কাঁচা পেঁপে ছাড়া প্রায় সব সবজির কেজি ৮০ থেকে ১২০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।
বিক্রেতারা বলছেন, বেশির ভাগ সবজির মৌসুম শেষ হওয়া এবং টানা বৃষ্টিতে সরবরাহ কমে যাওয়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, কচুর লতি, বরবটি, ঝিঙ্গা, ধন্দুল, কাঁকরোলের মতো সবজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজারে ফের বেড়েছে ব্রয়লার মুরগির দাম, অপরিবর্তিত মাছ-গরু-খাসি
ঢেঁড়স ৯০ টাকা, করোলা ১০০ টাকা, পটল ৮০ টাকা, গোল বেগুন ১৪০ টাকা আর লম্বা বেগুন ৮০–১০০ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়া মিষ্টি কুমড়া কেজিপ্রতি ৬০ টাকা, কচু ৬০ টাকা, শসা ৭০ টাকা, লাউ ৭০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকা। টমেটোর দাম সর্বোচ্চ, কেজিপ্রতি ১৬০ টাকা। গাজর বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। কাঁচা মরিচের দামও চড়া- কেজিপ্রতি ২৪০ টাকা। একমাত্র কাঁচা পেঁপেই কিছুটা স্বস্তি, কেজিপ্রতি ৩০ টাকা।
রাজধানীর রামপুরা বাজারে কথা হয় সবজি কিনতে আসা ক্রেতা আবুল কালামের সঙ্গে। তিনি বলেন, বাজারে সব ধরনের সবজির দাম বেশি। গেল বেশ কিছু দিন ধরেই এমন বাড়তি দাম যাচ্ছে। আজকের বাজারে শুধু পেঁপের দাম ৩০ টাকা কেজি আর মিষ্টি কুমড়া ৬০ টাকা, বাকি সব সবজির দাম ৮০ থেকে ১২০ টাকা। কিছু কিছু সবজি এর চেয়েও বেশি। এভাবে যদি সবজির দাম এত বেশি থাকে তাহলে আমরা কিভাবে সবজি কিনবো? মাছ মাংসের দাম না হয় বাদই দিলাম কিন্তু বর্তমানে তো সবজি কেনারও উপায় নেই।
ডেস্ক/ই.ই
মন্তব্য করুন: