[email protected] ঢাকা | মঙ্গলবার, ১৯শে আগস্ট ২০২৫, ৩রা ভাদ্র ১৪৩২
thecitybank.com

সোনামসজিদ স্থলবন্দর দিয়ে এলো ৭৭৯ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
১৭ আগষ্ট ২০২৫, ২৩:০৫

সোনামসজিদ স্থলবন্দর। ফাইল ছবি/সংগ্রহীত

দেশের দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ৭৭৯ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ আমদানি করা হয়েছে।

রোববার (১৭ আগষ্ট) সকাল থেকে সারাদিনে পর্যায়ক্রমে ভারতীয় ট্রাকে এসব পেঁয়াজ আসে।  রাত ০৮ টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন বেসরকারি বন্দর পরিচালনকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক মাঈনুল ইসলাম।

মাইনুল ইসলাম জানান, সকাল থেকেই ভারতীয় পেঁয়াজ এই বন্দর দিয়ে আসতে শুরু করে। সারাদিনে ২৭ ট্রাকে ৭৭৯ মেট্রিক টন পেঁয়াজ আসে। বেশ কয়েকজন আমদানিকারক এই পেঁয়াজ আমদানি করেছেন।

সোনামসজিদ উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক সমীর চন্দ্র ঘোষ জানান, এ বছরের এপ্রিল মাস থেকে গত ১৩ আগস্ট পর্যন্ত অর্থাৎ প্রায় সাড়ে চার মাস এই বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। পরে অন্তর্বর্তীকালীন সরকার ১১৯ আমদানিকারকে ৩ হাজার ৬৫০ মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দেয়।

প্রসঙ্গত, প্রায় সাড়ে চারমাস পেঁয়াজ আমদানি বন্ধ থাকার পর গত বৃহস্পতিবার সারাদিনে দুজন আমদানিকারক চারটি ট্রাকে ১০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করেছিল।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর