[email protected] ঢাকা | মঙ্গলবার, ১৯শে আগস্ট ২০২৫, ৩রা ভাদ্র ১৪৩২
thecitybank.com

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

উপজেলা সংবাদদাতা:

প্রকাশিত:
১০ আগষ্ট ২০২৫, ১৬:১৯

ছবি: সংগ্রহীত
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। রোববার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক সমাজ। 
 
প্রায় দেড় ঘণ্টা ধরে চলা কর্মসূচিতে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মুন্টু, সাবেক সাধারণ সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিক আনোয়ার হোসেন দিলু, শহীদুল হুদা অলক, সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ, চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল আলম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি হোসেন শাহনেওয়াজ, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদি হাসান, সাংবাদিক ফয়সাল আজম অপু, জাকির হোসেন পিংকু, বদিউজ্জামান রাজাবাবু, সেলিম রেজাসহ অন্যরা। 
 
এ সময় বক্তারা বলেন, প্রকাশ্যে জনবহুল এলাকায় অত্যন্ত নৃশংসভাবে কুপিয়ে এবং গলা কেটে হত্যা করা হয় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে। এটি শুধুমাত্র একজন সাংবাদিককে হত্যা নয় বরং পুরো গণমাধ্যমের উপর আঘাত। 
 
সাংবাদিকরা সব সময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, অন্যায্যতার বিরুদ্ধে কথা বলে। সন্ত্রাস-চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলে। নির্যাতিত নিপীড়িত মানুষের কথা বলার কারণে আজ তাদের গলা কেটে হত্যা করা হচ্ছে। কিন্তুগলা কেটে সাংবাদিকদের কণ্ঠরোধ করা যাবে না, লেখনী থামানো যাবে না। বরং মৃত্যুভয় উপেক্ষা করে অন্যায়-অপরাধের বিরুদ্ধে লিখে যাবে। 
 
এ সময় বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তুহিন হত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তির দাবি জানান।‌
 
 
রাব্বি হোসেন/ই.ই 

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর