[email protected] ঢাকা | মঙ্গলবার, ১৯শে আগস্ট ২০২৫, ৪ঠা ভাদ্র ১৪৩২
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জে উন্মুক্ত লটারির মাধ্যমে ওএমএস ডিলার নিয়োগ

উপজেলা সংবাদদাতা:

প্রকাশিত:
৩১ জুলাই ২০২৫, ১৮:৫৬

উন্মুক্ত লটারির মাধ্যমে ওএমএস ডিলার নিয়োগ অনুষ্ঠানে অতিথিবৃন্দ। ছবি: চাঁপাই জার্নাল

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় প্রথমবারের মতো উন্মুক্ত লটারির মাধ্যমে ওপেন মার্কেট সেল (ওএমএস) ডিলার নিয়োগ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা সাড়ে ১১টায় চাঁপাইনবাবগঞ্জ কালেক্টরেট চত্বরের চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ এই ডিলার নিয়োগ কার্যক্রমের আয়োজন করে।

জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদের সভাপতিত্বে উন্মুক্ত লটারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাকিব হাসান তরফদার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোঃ ইয়াছিন আলী, ওএমএস ডিলার নিয়োগ কমিটির সদস্য সচিব ও জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহন আহমেদ, পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মোঃ সফিকুল আলম, জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের প্রধান সহকারি মোঃ ইমাম হাসানসহ অন্যান্য কর্মকর্তা।

জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহন আহমেদ বলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫ টি ডিলারের বিপরীতে ২৩১ টি আবেদন জমা পড়ে। আবেদনপত্র যাচাই-বাছাইয়ের পর স্বচ্ছ প্রক্রিয়ায় ডিলার নিয়োগে এই প্রথমবারের মত উন্মুক্ত লটারির আয়োজন করা হয় এবং ১৫ টি ওয়ার্ডে ১৫ জন ডিলার নিয়োগ পাই।

রাব্বি/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর