[email protected] ঢাকা | মঙ্গলবার, ১৯শে আগস্ট ২০২৫, ৪ঠা ভাদ্র ১৪৩২
thecitybank.com

উত্তরায় বিমান বিধ্বস্তে ডিএনসিসির জোন-১ এর সব ছুটি বাতিল

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২১ জুলাই ২০২৫, ২০:৫৩

ছবি: সংগ্রহীত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি এফ-৭ (বিজেআই) প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় যেকোনো প্রয়োজনীয় সহায়তা দিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) প্রস্তুত রয়েছে বলে জানানো হয়েছে। সেই সঙ্গে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জোন-১ (উত্তরা) এর সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।

সোমবার (২১ জুলাই) রাতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মুখপাত্র জোবায়ের হোসেন বিষয়গুলো জানিয়েছেন।

ডিএনসিসি প্রশাসক বলেন, ডিএনসিসির স্বাস্থ্য বিভাগ, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগসহ সব বিভাগ এ সংকট মোকাবিলায় প্রস্তুত আছে।

এর আগে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ।

শোকবার্তায় ডিএনসিসি প্রশাসক মরদেহের শান্তি কামনার পাশাপাশি সংশ্লিষ্ট পরিবারের প্রতি সমবেদনা জানান এবং সবাইকে ধৈর্য সহকারে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান।

ডেস্ক/ই.ই


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর