[email protected] ঢাকা | মঙ্গলবার, ১৯শে আগস্ট ২০২৫, ৪ঠা ভাদ্র ১৪৩২
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে চলছে পুরো দমে প্রশস্তকরণের কাজ

উপজেলা সংবাদাতা:

প্রকাশিত:
২০ জুলাই ২০২৫, ১৩:১৩

চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দরে পুরো দমে প্রশস্তকরণের কাজ চলছে। ছবি: চাঁপাই জার্নাল

চারশত একাশি কোটি টাকা ব্যয়ে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দরে পুরো দমে প্রশস্তকরণের কাজ চলছে। প্রায় ছয় মিটার চওড়া জনবহুল সড়কটি আরও ১০ মিটার প্রশস্ত করা হবে। পুরো সড়কটি আলাদাভাবে তিনটি জায়গায় ‘চার লেনের মতোই’ রাস্তা স্থাপন করা হবে। এদিকে সড়ক ও জনপদ বিভাগ (সওজ) জানিয়েছে ২০২৬ সালের জুনে সড়কটির উন্নয়ন কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সাথে কথা বলে জানা যায় সড়কটির দৈর্ঘ্য প্রায় ৩১ দশমিক ৩ কিলোমিটার পর্যন্ত। গোটা সড়কটি চারলেন করা হবে না। তবে বারঘরিয়া, রানীহাটি ও ছত্রাজিতপুর বাজার এলাকাটি শুধু চারলেন স্থাপন করা হবে। কাজ শুরু হওয়ার পূর্বেই জেলা পরিষদ ও বিএমডিএ তাদের গাছ কেটে নিয়ে গেছে।

এদিকে স্থানীয়রা জানান, সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে। তাছাড়া সোনা মসজিদ স্থলবন্দরের পণ্যবোঝাই করা বিভিন্ন পরিবহন এই রাস্তা দিয়ে দেশের বিভিন্ন স্থানে যায়। প্রায় সময় দুর্ঘটনা ঘটে। এতে বহু মানুষ আহত এবং নিহত হয়েছেন। তাই আমাদের দাবি জনবহুল সড়কটি শুধু প্রশস্ত করলেই হবে না। এটিকে চারলেন করতে হবে। না হলে দুর্ঘটনা কমবে না।

রাব্বি/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর