[email protected] ঢাকা | মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২
thecitybank.com

বিএনপি নেতাকে হারিয়ে জামায়াত নেতার জয়

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২২ জানুয়ারী ২০২৫, ২৩:২৫

ছবি: সংগৃহীত

ফেনীর দাগনভূঁইয়ায় বিপুল ভোটে বিজয়ী হয়ে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন পৌর জামায়াতের নায়েবে আমীর নজীর আহাম্মদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুল উদ্দিন।

দাগনভূঁইয়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন কমিটির সভাপতি ও ফেনী জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক রতন চন্দ্র পাল জানান, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ৬৭টি প্রাথমিক সমিতির মধ্যে ৬৬ জন ভোট দেন। নির্বাচনে সভাপতি পদে নজীর আহাম্মদ চেয়ার প্রতীকে ৪০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী কামরুল উদ্দিন ছাতা প্রতীকে পেয়েছেন ২৬ ভোট। এছাড়া সহ-সভাপতি পদে একজন এবং ৬ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নির্বাচন পরিদর্শন করেন দাগনভূঁয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা স.ম.আজহারুল ইসলাম, দাগনভূঁয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লুৎফুর রহমান এবং দাগনভূঁয়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলী।

প্রতিনিধি/আআ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর